বাজারে আসছে স্যামসাংয়ের স্মার্ট রিং

১৪ জুলাই, ২০২৪ ২২:২৯  

গ্যালাক্সি রিং নামে স্মার্ট আংটি নিয়ে এসেছে স্যামসাং। চলতি সপ্তাহে এক অনুষ্ঠানে নতুন পণ্যটি বাজারে আনার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্টটি। খবর বিবিসি।

খবরে বলা হয়, গত বুধবার প্যারিসে আয়োজিত একটি অনুষ্ঠানে গ্যালাক্সি রিংয়ের মোড়ক খুলেছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে সুপারচার্জিং করা ডিভাইসগুলোর ইকোসিস্টেমে সর্বশেষ সংযোজন স্মার্ট আংটি।

পণ্যটি মুক্তির এ সময়টিকে স্যামসাংয়ের জন্য একটি বিশেষ মুহূর্ত বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে স্যামসাংয়ের মোবাইল বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান জেমস কিটো। তিনি বলেছেন, এখন পর্যন্ত স্যামসাংয়ের সবচেয়ে ছোট ও স্বতন্ত্র পণ্য এটি, যা ২৪ ঘণ্টা ব্যবহারকারীর স্বাস্থ্য ও ঘুমের তথ্য পর্যবেক্ষণ করবে।

স্যামসাং জানিয়েছে, ডিভাইসটির মধ্যে থাকা ছোট ছোট সেন্সরের মাধ্যমে এটি ব্যবহারকারীর বিভিন্ন শারীরিক তথ্য পর্যবেক্ষণ করবে। ডিভাইসটির মাধ্যমে হৃৎস্পন্দনের হার, ঘুম ও পিরিয়ডের মতো নানা স্বাস্থ্যবিষয়ক তথ্য পাওয়া যাবে। তারা আশা করছে, নতুন এ ডিভাইস ফিটনেস সচেতন প্রযুক্তিপ্রেমীদের আকৃষ্ট করতে পারে।

বিশ্লেষকরা বলছেন, আকারে ছোট ও মসৃণ হওয়ায় বাজারে থাকা স্মার্টওয়াচের প্রতিদ্বন্দ্বী হতে পারে এটি।

ডিবিটেক/বিএমটি